বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অন্যতম খুনি এম এ রাশেদ চৌধুরীর রাজনৈতিক আশ্রয়ের মামলাটি ফের খতিয়ে দেখার উদ্দ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার বঙ্গবন্ধুর এ মামলাটি পুনরায় চালু করেছেন বলে বিশেষ একটি প্রতিবেদনে জানিয়েছে দেশটির রাজনৈতিক ওয়েব পত্রিকা পলিটিকো।
প্রতিবেদনে বলা হয়, গত মাসে উইলিয়াম বার অনেকটা গোপনে বহুল আলোচিত প্রায় ১৫ বছর আগে নিষ্পত্তি হওয়া এই মামলাটি পুনরায় চালু করার সিদ্ধান্ত নেন। খুনি রাশেদ চৌধুরীকে বাংলাদেশের হাতে তুলে দিতে চায় ট্রাম্প প্রশাসন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রাশেদ চৌধুরী দীর্ঘদিন ধরে আমেরিকায় বসবাস করছেন। হত্যাকাণ্ডের ২৩ বছর পরে ১৯৯৮ সালে নিম্ন আদালতের রায়ে অন্য আসামিদের সঙ্গে পলাতক অবস্থায় তাকেও মৃত্যুদণ্ড প্রদান করা হয়।
রাশেদ তার পরিবার নিয়ে ভ্রমণ ভিসায় ১৯৯৬ সালে আমেরিকায় যাওয়ার দুই মাসের মধ্যে তারা রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। প্রায় দশ বছর পর সেই অনুমতি পায় তিনি। এরপর বাংলাদেশ নানাভাবে তাকে দেশে ফেরানোর চেষ্টা করলে বার বারই ব্যর্থ হয়।
আনন্দবাজার/এম.কে