ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মালদ্বীপে করোনা রোগীর ৪৬ শতাংশই বাংলাদেশি

মালদ্বীপে করোনা আক্রান্তদের মধ্যে ৪৬ দশমিক ২ শতাংশই বাংলাদেশি নাগরিক। আর সেখানকার স্থানীয় নাগরিকদের করোনা আক্রান্তের হার ৪২ দশমিক ৪৫ শতাংশ। ৪ লাখ জনসংখ্যার দেশটিতে বৈধ ও অবৈধ মিলিয়ে প্রায় ১ লাখ বাংলাদেশি বসবাস করেন। এখন পর্যন্ত মালদ্বীপে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ জন। এরমধ্যে বাংলাদেশি ৩ জন ।
মালদ্বীপ স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্য অনুসারে, দেশটির নিজস্ব নাগরিকদের তুলনায় সেখানে বসবাসকারী অন্যান্য দেশের নাগরিকদের মধ্যে করোনা আক্রান্তের তুলনামূলক হার বেশি। দেশটিতে মোট করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৬৬ জন। এরমধ্যে মারা গেছেন ১৫ জন। আক্রান্তদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যা সবচেয়ে বেশি।
মালদ্বীপ স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সে দেশে ১৩৬৫ জন বাংলাদেশি, ২৪৫ জন ভারতীয়, ৪৬ জন নেপালি, ২৪ জন শ্রীলঙ্কান, ১১ জন ইতালিয়ান, ফিলিপাইনের ৪ জনসহ অন্যান্য দেশের আরও ১২ জন করোনা আক্রান্ত হয়েছেন।
মালদ্বীপে বসবাসরত প্রবাসীরা বলছেন, পর্যটননির্ভর দেশটিতে অনেক বাংলাদেশি শ্রমিকেরা কাজ করেন। শুরুর দিকে বিভিন্ন দেশের পর্যটকদের সংস্পর্শে আসার কারণে বাংলাদেশিদের আক্রান্তের হার বেশি। অপরদিকে অল্প বেতনে কাজ করা এই শ্রমিকেরা তাদের খরচ বাঁচাতে একটি ঘরে একসাথে ২০-২৫ জনও থাকেন। ফলে একজন আক্রান্ত হলে বাকিদের আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেড়ে যায়।
আনন্দবাজার/তা.তা

সংবাদটি শেয়ার করুন