ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পাবনায় নিখোঁজ কৃষকের সন্ধান চাইলেন স্বজনরা

পাবনা পৌর সদরের বলরামপুর হাজিরহাট এলাকার কৃষক খালেক খাঁন (৪৮) নিখোঁজের রহস্য উদঘাটনের জন্য প্রশাসনের সহযোগিতা চেয়েছেন পরিবারের সদস্যরা। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে পাবনা প্রেসক্লাব মিলোনায়তনে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের মাধ্যমে প্রশাসনের কাছে এই দাবি জানান তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিবারে পক্ষে ছোট ভাই আব্দুস ছালাম খাঁন। এ সময় আরো উপস্থিত ছিলেন নিখোঁজ খালেকের বড় ভাই খলিলুর রহমান খাঁন, দ্বিতীয় স্ত্রী সাদিয়া খাতুন ও চাচা আলমগীর হোসেন খাঁন।

পরিবারের সদস্যরা লিখিত অভিযোগে বলেন, চলতি মাসের ১৭ জুলাই বিকেলে খালেক খাঁন তালাক প্রাপ্ত প্রথম স্ত্রী উম্মে কুলসুম বীনার মোবাইল ফোন পেয়ে বাড়ি থেকে বের হন। খালেক বাড়ি থেকে বের হওয়ার সময় দ্বিতীয় স্ত্রীকে বলে যান প্রথম স্ত্রীর কাছে থাকা ছোট সন্তানকে আনতে যাচ্ছেন। কিন্তু দীর্ঘ ৫ দিন অতিবাহিত হলেও খালেক আর বাড়িতে ফিরে আসেননি। নিখোঁজ খালেককে খুঁজে না পাওয়ায় চরম উৎকন্ঠ আর দুশ্চিন্তার মধ্যে রয়েছে পরিবারের সদস্যরা। খালেক নিখোঁজের বিষয়ে ১৮ জুলাই পাবনা সদর থানায় লিখিত অভিযোগ করে পরিবারের সদস্যরা।

পরিবারের অভিযোগ, নিখোঁজ খালেকের প্রথম তালাক প্রাপ্ত স্ত্রী উম্মে কুলসুম বীনা ও তার বর্তমান স্বামী শাহিদুল ইসলাম আসিফ পরিকল্পিতভাবে খালেককে ডেকে নিয়ে হত্যা বা গুম করেছে। এই নিখোঁজের বিষয়ে পুলিশ প্রশাসন তাদের তেমন কোন সহযোগীতা করছে না বলে অভিযোগ করেন তারা। তাই নিখোঁজ খালেককে উদ্ধারের জন্য প্রশাসনসহ গণমাধ্যকর্মীদের কাছে সহযোগিতা চান খালেকের পরিবারের সদ্যরা।

আনন্দবাজার/ডব্লিউ এস/এস আর

সংবাদটি শেয়ার করুন