শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রবি ঠাকুরের সহচর শৈলজারঞ্জন মজুমদারের ১২০তম জন্মদিন উদযাপন 

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একান্ত সহচর ও রবীন্দ্র সঙ্গীতের তিন শতাধিক গানের স্বরলিপিকার নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বড়কাশিয়া -বিরামপুর ইউনিয়নের বাহাম গ্রামের বাসিন্দা প্রয়াত শৈলজারঞ্জন মজুমদারের নিজ বসত বাড়িতে গতকাল রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে তাঁর ১২০তম জন্মদিন অনুষ্ঠান উদযাপিত হয়েছে।

উপজেলার মোহনগঞ্জ চয়নিকা মহিলা পাঠাগার এই জন্মদিন অনুষ্ঠানের আয়োজন করে। পাঠাগারের প্রতিষ্ঠাতা এস.বি বিপ্লবের সঞ্চালনে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনগঞ্জ চয়নিকা মহিলা পাঠাগারের সভানেত্রী রোকেয়া আক্তার খাতুন। বক্তব্য দেন পাঠাগারের সা্ধারণ সম্পাদক লাইলী আঞ্জুমান,অর্থ সম্পাদিকা সীমা চৌধুরী, বড়কাশিয়া -বিরামপুরইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন চৌধুরী,সামাজিক সংগঠন মানবিক মোহনগঞ্জের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন।

এছাড়া অনুষ্ঠানে ভিডিও কলের মাধ্যম জন্মদিনের অনুষ্ঠানে অংশ নেন শান্তি নিকেতনের সাবেক উপাচার্য ড.সুজিত কুমার বসু,রবীন্দ্র সংগীত শিল্পী ঋতশ্রী ভট্রাচার্য, নেত্রকোনা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হাবিবুর রহমান খান প্রমুখ।

আনন্দবাজার/শাহী/মোবা

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ফেনীতে রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস অনুষ্ঠিত

সংবাদটি শেয়ার করুন