শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

ভোক্তা অধিদপ্তরের অভিযান: প্রতিষ্ঠান প্রতি ৭৩ হাজার টাকা জরিমানা

রাজধানী ঢাকার এজিবি কলোনি বাজার ও দক্ষিণ কমলাপুর বাজার এলাকায় তদারকি অভিযান চালায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন করার অপরাধে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করে অধিদপ্তরটি। প্রতিটি প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

আজ রবিবার (১৯ জুলাই) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক জনাব প্রণব কুমার প্রামানিক এর পরিচালনায় বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিম কর্তৃক এ অভিযান চালানো হয়।

প্রণব কুমার প্রামানি বলেন, এ অভিযানে প্রতিটি প্রতিষ্ঠানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন ও তা মেনে চলার নির্দেশনা প্রদান করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন করার অপরাধে কয়েকটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইন, ২০০৯ অনুযায়ী ৭৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

তিনি বলেন, বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আনন্দবাজার/এম.কে

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও তার স্ত্রী ভর্তি হলেন সিএমএইচে

সংবাদটি শেয়ার করুন