শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় আক্রান্ত সাকিবের বাবা

দেশের ক্রিকেট সমর্থকদের জন্য রয়েছে আরোও একটি দুঃসংবাদ। ক্রিকেটারদের পরিবারে আবারও করোনার থাবা। এবার করোনাভাইরাসে আক্রান্ত হলেন দেশের জাতীয় দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের বাবা খন্দকার মাশরুর রেজা।

জানা গেছে, গেল বুধবার থেকে ঠান্ডা জ্বরে ভুগছিলেন সাকিবের বাবা। পরে ধীরে ধীরে অবস্থার অবনতি ঘটলে, শুক্রবার মাগুরায় করোনা টেস্ট করান তিনি।
রবিবার (১৯ জুলাই) সকালে টেস্টের রেজাল্ট পজিটিভ এসেছে বলে জানা গেছে। তবে শারীরিকভাবে এখন অনেকটাই সুস্থ আছেন খন্দকার মাশরুর রেজা। মাগুরার নিজ বাড়িতেই আইসোলেশনে আছেন তিনি। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি চিকিৎসা নিচ্ছেন বলেও জানা গেছে।

এদিকে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্রে থাকলেও, সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন এই তারকা অলরাউন্ডার। তার হয়ে, বাবা মাশরুর রেজাই এতদিন দাতব্য কার্যক্রম দেখাশোনা করছিলেন। পেশায় ব্যাংকার মাশরুর রেজা।
এর আগে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তজা ও তার স্ত্রীও করোনায় আক্রান্ত হন। তবে তারা সবাই এরইমধ্যে সুস্থ হয়ে উঠেছেন।

আনন্দবাজার/তা.তা

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  পাইকগাছায় হুমকির মুখে সোলাদানার ক্ষতিগ্রস্থ ওয়াপদার বেড়িবাঁধ

সংবাদটি শেয়ার করুন