শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

স্রোতে পাটুরিয়ায় ফেরি চলাচল ব্যহত, যানবাহনের দীর্ঘ সারি

মানিকগঞ্জে পদ্মা-যমুনার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর আরিচা পয়েন্টে ৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে নদীতে প্রবল স্রোত থাকার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ পথে ফেরি চলাচলে দ্বিগুণ সময় লাগছে। আর এ কারণে উভয় ঘাট পারে যানবাহনের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে।

জানা গেছে, পানি বৃদ্ধির সঙ্গে নদীতে প্রবল স্রোতের সৃষ্টি হয়েছে। এ জন্য নির্ধারিত নৌ-পথ দিয়ে ফেরিগুলো চলাচল করতে পারছে না। স্রোতের বিপরীতে চলাচলে ফেরিগুলোর সময়ও অনেক বেশী লাগায় ট্রিপ সংখা কমে গেছে। আর এ কারণেই পাটুরিয়া প্রান্তে দীর্ঘ হচ্ছে যানবাহনের সারি। এতে করে চরম ভোগান্তিতে পড়েছে আটকে পড়া যানবাহনের যাত্রী, চালক ও শ্রমিকরা।

বাংলাদেশ অভ্যান্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)’র আঞ্চলিক ব্যবস্থাপক মো. জিল্লুর রহমান বলেন, নদীতে প্রবল স্রোত থাকায় ফেরি চলাচলে দ্বিগুণ সময় লাগছে। এছাড়াও ফেরি স্বল্পতাও রয়েছে এই নৌপথে।

আনন্দবাজার/এম.কে

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ইক্ষুতে জাতীয় পতাকা উত্তোলন!

সংবাদটি শেয়ার করুন