শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীতে ৫ দিন চলবে পশুর হাট 

করোনার সংক্রামণ কমাতে রাজধানীতে সীমিত কয়েকটি পশুর হাট বসতে যাচ্ছে । আর এসব হাট চলবে মোট ৫ দিন। এদিকে বিশেষজ্ঞরা বলছে, হাট কম হওয়ায় লোকসমাগম বাড়বে। পরিস্থিতি চলে যেতে পারে নিয়ন্ত্রণের বাইরে। সিটি করপোরেশন স্বাস্থ্যবিধি মানার কথা বললেও বাস্তবায়ন নিয়ে শঙ্কা রয়েছে ইজারাদারদের।

আসন্ন কোরবানির ঈদকে কেন্দ্র করে ঢাকার দুই সিটিতে চলছে পশুর হাট স্থাপনের প্রস্তুতি। বাঁশ, খুঁটি ও সামিয়ানা নিয়ে ব্যস্ত কর্মীরা। আরো সপ্তাহ খানেক চলবে এই কর্মযজ্ঞ।এবারের পশুর হাট চলবে ঈদের দিনসহ মোট পাঁচদিন।

ঢাকা উত্তর সিটি ছয়টি হাটের মধ্যে একটি উত্তরার বৃন্দাবনে, বাকি চারটি উত্তরখান, কাওলা, ডুমনি ও ভাটারার সাঈদনগরে। আর গাবতলীর পশুর হাট উত্তর সিটির স্থায়ী হাট। দক্ষিণ সিটিতে পাঁচটি হাট বসার কথা থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত আসবে ১৯ জুলাই।

করোনা সংক্রমণ আর অর্থনৈতিক সংকটের কারণে এবারের হাট নিয়ে অনেকটা শঙ্কায় ইজারাদাররা। তবে প্রচলিত হাটের চেয়ে ডিজিটাল হাটের ওপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা।

হাজারীবাগ পশুর হাট পরিচালক আবুল হাসনাত বলেন, আমাদের প্রধান সমস্যা স্বাস্থ্যবিধি মেনে চলা। আরেকটি হল অর্থনীতি।

আর পশুর হাটে স্বাস্থ্যবিধি না মানলে কঠোর হওয়ার হুঁশিয়ারি ঢাকা উত্তর সিটির। মেয়র আতিকুল ইসলাম বলেন, প্রতিটি হাটেই আমরা ম্যাজিস্ট্রেট দেব মনিটরিং এর জন্য।

আনন্দবাজার/শহক

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  গাজীপুরে তৃণমূল জনসংগঠনের উদ্যোগে ফ্রি চক্ষু চিকিৎসা সেবা

সংবাদটি শেয়ার করুন