শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

অ্যামাজনের দুর্গম প্রান্তেও পৌঁছে গেছে করোনা

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস সম্প্রতি পেরুর প্রত্যন্ত অ্যামাজনে পৌঁছেছে। ইতোমধ্যে নাহুয়া সম্প্রদায়ের কমপক্ষে ছয়জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানা যায়।

পেরুর সাংস্কৃতিক মন্ত্রণালয় জানায়, ৩৯১ জন নাহুয়া আদিবাসীর বন্দোবস্ত থাকা সান্তা রোজা ডি সেরজালি কেন্দ্র থেকে করোনায় আক্রান্তের ঘটনাগুলো ঘটেছে। তিন দশক ধরে তারা বাইরের বিশ্বের সঙ্গে ‘প্রাথমিক যোগাযোগ’ করে আসছে। স্বাস্থ্যকর্মীরা অঞ্চলটি পরিদর্শন করেছেন এবং মাস্ক ও অন্যান্য সরঞ্জামের পাশাপাশি সেখানে সাত টন খাবার সরবরাহ করা হয়েছে।

স্বাস্থ্যকর্মীরা জানান, নাহুয়ার জনগণের মধ্যে সংক্রমণটি ব্যাপক আকার ধারণ করতে পারে। কারণ তাদের বেশির ভাগের মধ্যে সাধারণ রোগের প্রতিরোধক্ষমতাও নেই।

জানা যায়, স্বাস্থ্যকর্মীরা পেরুর দক্ষিণাঞ্চলের আটলিয়া প্রদেশের রাজধানী সিপাহুয়ায় আটটি আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে করোনায় আক্রান্ত ১৫০ জনেরও বেশি লোককে শনাক্ত করেছেন। সেখান থেকেই নাহুয়ার সংক্রমণ ছড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে সেখানে এখনও কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

আনন্দবাজার/টি এস পি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  দক্ষ কর্মী নেবে ইতালি

সংবাদটি শেয়ার করুন