শুক্রবার, ২৬শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

মোল্লাহাটে অবৈধভাবে বালু উত্তোলন কারায় একলাখ টাকা অর্থদন্ড

মোল্লাহাটে অবৈধ উপায়ে বালু উত্তোলন ও বিক্রির অপরাধে বৃহস্পতিবার বিকালে মোঃ ইউনুছ চৌধুরী নামে এক ব্যক্তির এক লক্ষ টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

বেশ কিছুদিন ধরে অবৈধ উপায়ে মোল্লাহাটের সিঙ্গাতী এলাকার মধূমতি নদী হতে বালু উত্তোলন ও বিক্রি করার অপরাধে ওই দন্ড দেন ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অনিন্দ্য মন্ডল জানান-মোল্লাহাট উপজেলাধীন ২নং চুনখোলা ইউনিয়নের ৪নং সিংগাতী মৌজায় (পূর্ব নাম আঠারোবেকী) বর্তমান মধূমতি নদীতে অবৈধভাবে বাণিজ্যিক উদ্দেশ্যে বালু উত্তলোন কালে সরেজমিনে সাতজন আসামীকে সরঞ্জামাদি ও কার্গোবোট সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। ওই ঘটনায় মোঃ ইউনুছ চৌধুরী পিতা মৃত হাতেম চৌধুরী’কে একলক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

আনন্দবাজার/শাহিন

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  বন্যা-অববাহিকা ব্যবস্থাপনায় কাজ করবে নেপাল-বাংলাদেশ

সংবাদটি শেয়ার করুন