শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাহিরে তালা দিয়ে ভিতরে পরীক্ষা নেয়ায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা 

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি জরুন এলাকায় স্থানীয় অভিযোগের প্রেক্ষিতে কোনাবাড়ি শাহীন ক্যাডেট একাডেমীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানীক কর্মকার।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা যায়, কোনাবাড়ী শাহীন ক্যাডেট একাডেমীতে স্কুলের বাইরে থেকে তালা ঝুলিয়ে লুকিয়ে ভিতরে বাচ্চাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা নেয়া হচ্ছে এমন খবর পেয়ে ওই স্কুলে অভিযান চালায় গাজীপুর জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঘটনার সত্যতা পায়। পরে স্কুল কতৃপক্ষ তাদের অপরাধ স্বীকার করেন।

এসময় সরকারী নির্দেশ অমান্য করার দায়ে দন্ডবিধি ১৮৬০ অনুযায়ী তাদের ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। পরবর্তীতে যাতে এ ধরনের অপরাধ না করেন সে সতর্কীকরণ করা হয়। এ অভিযানে ব্যাটালিয়ন আনসার সদস্যগণ ও পুলিশ সদস্যগন সহযোগীতায় ছিলেন।

আনন্দবাজার/শাহী/মিলন

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  রাইস ট্রান্সপ্লান্টারে ধানের চারারোপনে খরচকম

সংবাদটি শেয়ার করুন