শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

নেত্রকোনায় বন্যার অবনতি, লক্ষাধিক মানুষ পানিবন্দি

নেত্রকোনায় টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। জেলার ছয় উপজেলায় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে আছে। কলমাকান্দা ও খালিয়াজুরী উপজেলায় বন্যাদুর্গতদের বাড়ি ঘর তলিয়ে যাওয়ায় বেশ কিছু পরিবার আশ্রয় নিয়েছে সরকারি আশ্রয়কেন্দ্রে।

নেত্রকোনায় গত কয়েক দিন ধরে অব্যাহত ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে জেলার দুর্গাপুর, কলমাকান্দা, বারহাট্টা ও মদন উপজেলায় পুনরায় বন্যা দেখা দিয়েছে। বৃষ্টি অব্যাহত থাকায় নতুন করে প্লাবিত হয়েছে নেত্রকোনা সদর উপজেলার কালিয়ারা-গাবরাগাতি ইউনিয়নের সবকটি গ্রাম। এ ছাড়া প্লাবিত হয়েছে খালিয়াজুরী উপজেলার বেশ কিছু এলাকা।

গত বৃহস্পতিবার থেকে নেত্রকোনায় ভারি বর্ষণ অব্যাহত থাকায় পাহাড়ি ঢলের পানি নেমে আসায় নেত্রকোনার প্রধান প্রধান নদ নদীর পানি এখনো বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দি হয়ে আছে ছয় উপজেলার ৩০টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ।

আনন্দবাজার/এস.কে

আরও পড়ুনঃ  চাল জব্দ মামলায় স্কয়ারের অঞ্জনকে জামিন

সংবাদটি শেয়ার করুন