ঢাকা | বুধবার
৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ,
১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চলন্ত ট্রেনে ‘কোয়ারেন্টাইন’ এর ব্যবস্থা

করোনাভাইরাসের উপসর্গ থাকা ব্যক্তিদের ১৪ দিন নয় বরং ৪-৮ ঘণ্টা ট্রেনেই কোয়ারেন্টাইনে রাখা হচ্ছে। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনে আলাদা কক্ষে এ ব্যবস্থা করেছে রেলওয়ে পূর্বাঞ্চল।

জ্বর বা করোনা উপসর্গ থাকার পরও ফাঁকি দিয়ে যে সকল যাত্রী ট্রেনে উঠছেন। মূলত তাদের জন্য এই আলাদা কোয়ারেন্টাইন।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী জানায়, প্রতিটি ট্রেনে ১৪টি বগি আছে। এরমধ্যে একটি বগি থেকে খাবার পরিবেশন করা হয়। তবে করোনা ভাইরাসের কারণে বর্তমানে ট্রেনে খাবার পরিবেশন নিষেধ। তাই খাবার বগিটি  করোনা সাসপেক্টেড ব্যক্তির জন্য ব্যবহৃত হচ্ছে।

তিনি জানান, যাদের থার্মাল স্ক্যানারে মাপার পর জ্বর বেশি থাকে তাদের আমরা ট্রেনে উঠতে দিচ্ছি না। কিন্তু এরপরও যারা করোনাভাইরাসের উপসর্গ লুকিয়ে ট্রেনে উঠছেন, তারা যখন ধরা পড়েন তখন তাদের এই আলাদা বগিতে রাখা হয়।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন