কুড়িগ্রামের উলিপুর উপজেলাধীন দলদলিয়া বাজার সংলগ্ন বুড়িতিস্তা নদী থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে বাজার ও আশ-পাশের গ্রামে সৃষ্ট জলাবদ্ধতা কয়েক দিনের বৃষ্টির পানিতে আরো বৃদ্ধি পেয়েছে। ফলে ঐ সকল গ্রামের মানুষের দূর্ভোগ বেড়েছে।
মৎস্য খামারসহ ব্যক্তি মালিকানাধীন পুকুর পাড় তলিয়ে যাওয়ায় মৎস্য সম্পদের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। রাস্তা তলিয়ে যাওয়ায় জন চলাচল বদ্ধ হওয়ায় দূর্ভোগে পরেছে গ্রামের মানুষ। বর্তমানে ইউপি চত্বর, স্কুল মাঠ ও হাসপাতাল চত্বরে জনাবদ্ধতা সৃষ্টি হয়েছে।
এসব এলাকা থেকে পানি নেমে যাওয়ার একমাত্র রাস্তা স্থানীয় জনৈক এক ব্যক্তি জোড়পূর্বক বন্ধ করে রাখায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দফায় দফায় অভিযোগ করেও সৃষ্ট পরিস্থিতির কোনো সমাধান হয়নি। দূর্গত এলাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইতোমধ্যেই পরিদর্শন করে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বললেও এখনো কোনো পদক্ষেপ প্রহন করা হয়নি। ফলে এলাকাবাসীর জীবন যাত্রা দূর্ভিসহ হয়ে পরেছে।
আনন্দবাজার/শাহী/হার