সম্প্রতি বাংলাদেশ থেকে যাত্রীবাহী সব ফ্লাইট নিষিদ্ধ করেছে ইতালি। আগামী ৫ই অক্টোবর পর্যন্ত সব ফ্লাইট বন্ধ থাকবে। তবে দুইদিন আগেই ৭ দিনের জন্য নিষেধাজ্ঞা জারি করেছিল ইতালি সরকার। কিন্তু আজ বৃহস্পতিবার সিদ্ধান্ত পাল্টে নতুন ঘোষনা দিলো দেশটির সরকার।
জানা গেছে, বাংলাদেশ থেকে যাওয়া যাত্রীদের মধ্যে উল্লেখযোগ্য হারে করোনা শনাক্ত হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে শুধু বাংলাদেশি নয়, কোনো বিদেশি নাগরিকও বাংলাদেশ থেকে ইতালিতে ঢুকতে পারবেন না। এদিকে আজ বাংলাদেশ থেকে ইতালিতে যাওয়া প্রবাসীদের গণহারে করোনা পরীক্ষা শুরু হয়েছে। ছুটির দিনসহ সপ্তাহের প্রতিদিনই এই চলবে পরীক্ষা।
স্থানীয় কমিউনিটি হাসপাতালগুলোতে চলছে করোনার নমূনা সংগ্রহ। বিনামূল্যে প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলবে পরীক্ষা। গত এক মাস ধরে বিশেষ ফ্লাইটে যেসব বাংলাদেশি ইতালিতে গেছেন, তাদের মধ্যে ২০০ জনের শরীর করোনা পজিটিভ এসেছে। ধারণা করা হচ্ছে এরইমধ্যে আরও ৪০০ জন আক্রান্ত। এক সপ্তাহ আগে বাংলাদেশ থেকে ইতালি যাওয়া একটি ফ্লাইটে দুজনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া যায়।
আনন্দবাজার/এইচ এস কে