সম্প্রতি রাজধানীর আদাবরের একটি বস্তিতে চার মাসের শিশুকে গলাকেটে হত্যায় প্রতিবেশী এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। ইতোমধ্যে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে তিনি আদালতে জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার হারুন অর রশিদ আজ বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, গত ৩ জুলাই আদাবরের পানির পাম্প এলাকার একটি বস্তিতে সাদিয়া নামের চার মাস বয়সের শিশুটিকে গলাকেটে হত্যার ঘটনায় প্রথম দিকে কোনো ‘ক্লু’ পাওয়া যাচ্ছিল না।
কিন্তু পড়ে জানা গেছে শিশুটির দাদা সাজু মিয়া ওই বস্তির ‘কেয়ারটেকার’। সাজু ছাড়াও সাদিয়ার মা মোরশেদা বস্তিতে তাদের পাশের ঘরের বাসিন্দা পারভীনের ছেলে-মেয়েদের সাথে খুব খারাপ আচরণ করতেন। বস্তির সামনে ফুটপাতে পারভীনের স্বামী নজরুল ইসলাম একটি দোকান দিতে চাইলে সাজু বাধা দেন এবং এ নিয়ে তাদের মধ্যে অনেক মনোমালিন্য হয়।
বিরোধের ঘটনা জানার পর সন্দেহবশত ৫ জুলাই পারভীনকে গ্রেপ্তার করে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। ৭ জুলাই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে তিনি আদালতে জবানবন্দি দেন বলে পুলিশ কর্মকর্তা হারুন জানান।
তিনি জানান, ঘটনার দিন সাদিয়াকে শুয়ে রেখে তার মা রান্না ঘরে গেলে, সেই সুযোগে পারভীন ঘরে ঢুকে ঘুমন্ত শিশুর গলায় ব্লেড চালিয়ে নিজের ঘরে চলে যায়। এর কিছুক্ষণ পরে সাদিয়ার মা ঘরে এসে নিজের মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করে।
আনন্দবাজার/এইচ এস কে