সম্প্রতি দেশের পর্যটনে গুরুত্বপূর্ণ কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইট চালু নিয়ে ব্যাপক অনিশ্চয়তা দেখা দিয়েছে। সেখানে কবে ফ্লাইট চালু হবে, তাও কিছু বলতে পারছেন না বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কর্মকর্তারা। মূলত বেবিচক এবং স্বাস্থ্য অধিদপ্তরের ঠেলাঠেলিতে এই বিমানবন্দরে ফ্লাইট চালু নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
তবে ভিন্ন কথা বলছেন কক্সবাজারের সিভিল সার্জন। তিনি জানান, চিকিৎসক এবং নার্স চেয়ে বেবিচকের কোনো চিঠি তারা পাননি। বেবিচক চেয়ে চিঠি দিলেই তারা বিমানবন্দরে অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসক এবং নার্স দেবেন। বেবিচক চিকিৎসক নার্স চাইলে আমাদের দিতে কোনো সমস্যা নেই। কিন্তু তারা যদি না চান, তাহলে আমরা কীভাবে দেব?
বেবিচক আরও জানিয়েছে, ফ্লাইট চলাচলে আন্তর্জাতিক সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন (আইকাও) যেসব পূর্বশর্ত দিয়েছে, সেগুলো পূরণ করতে না পারায় এখনও কক্সবাজার বিমানবন্দরকে অনুমতি দেওয়া হয়নি। কিন্তু আইকার বিধি অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসক এবং নার্স ছাড়া বিমানবন্দরে ফ্লাইট চালু করা যাবে না।
জানা গেছে, আইকাওয়ের নির্দেশনা অনুযায়ী, ফ্লাইট চলাচল শুরু করতে হলে বিমানবন্দরে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা এবং চিকিৎসক থাকতে হবে। প্লেনে কোন রোগী অসুস্থ বোধ করলে বিমানবন্দরে নেমে প্রাথমিক চিকিৎসা নিতে পারেন। তাই যেসব বিমানবন্দর চিকিৎসক এবং চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করেছে, সেখানেই ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। তবেঁ প্রতি শিফটে একজন করে হলে দুই শিফটে তিন বিমানবন্দরে ছয়জন ডাক্তার এবং ১২ জন নার্স হলেই চলে।
আনন্দবাজার/এইচ এস কে