ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কোরবানিতে মিয়ানমার থেকে আসছে গবাদিপশু

আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে মিয়ানমার থেকে আসছে গবাদিপশু। কক্সবাজারের টেকনাফের শাহপরীরদ্বীপ করিডোর দিয়ে এসব পশু আনা হচ্ছে। তবে করোনার কারণে এবার পশুর ব্যবসা নিয়ে চিন্তিত স্থানীয় ব্যবসায়ীরা। গত ৪ দিনে শাহপরীরদ্বীপ করিডোরে মিয়ানমার থেকে ৩ হাজার ৩৭৩টি গরু-মহিষ এসেছে বলে জানা যায়।

টেকনাফ শুল্ক বিভাগের শুল্ক কর্মকর্তা মো আবসার উদ্দিন জানান, সদ্যসমাপ্ত জুন মাসের ৫ হাজার ২১৩ টি গরু ও ৩ হাজার ৩১২টি মহিষসহ ৮ হাজার ৫২৫টি গবাদি পশু এসেছে।

ব্যবসায়ীরা জানান, স্থানীয় প্রশাসনের সহযোগিতা পেলে এ করিডর দিয়ে কোরবানির ঈদের আগেদিন পর্যন্ত গবাদি পশু আনা হবে। শুধুমাত্র ঈদকে সামনের রেখে মিয়ানমারের ব্যবসায়ীদের কাছে আগাম লাখ লাখ টাকা দাদন দেওয়া হয়েছে। এবার ২০ হাজারের বেশি পশু আসবে বলে আশা করছেন তারা।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো ফয়সাল হাসান খান বলেন, মিয়ানমার থেকে আসা গবাদিপশু গুলো গণনা করার পরে বিজিবির হেফাজতে রাখা হয়। প্রতিটি গরু-মহিষের বিপরীতে ৫০০ টাকার রাজস্ব আদায়ের পরে পশুগুলো ছেড়ে দেওয়া হয়। তবে গবাদি পশুর সঙ্গে যাতে মিয়ানমার থেকে কোনো ধরনের মাদকসহ অবৈধ কোনো কিছু আনা হলে জড়িত ব্যবসায়ীর বিরুদ্ধে সরাসরি আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সর্তক রয়েছে বিজিবির সদস্যরা।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন