ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঈদে স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চালানোর প্রস্তুতি

চাঁদ দেখা সাপেক্ষে আগস্টের প্রথম সপ্তাহেই দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
প্রতি বছর ঈদের সময় রাজধানীসহ দেশের বিভিন্ন শহর থেকে মানুষের গ্রামে ফেরা আমাদের ঐতিহ্যে রূপ নিলেও তাতে এবার বাধ সেধেছে মহামারি করোনা। ঈদুল ফিতরের সময় গণপরিবহন বন্ধ ছিল, চলাচলেও ছিলো নিষেধাজ্ঞা। আগের মত বাড়ি ফেরার সুযোগ ছিলো না শহরবাসীর।
করোনা পরিস্থিতিতে আসন্ন ঈদুল আজহায় স্বাস্থ্যবিধি মেনে ট্রেন পরিচালনার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ রেলওয়ে। কিন্তু এবার পরিস্থিতি বিবেচনায় সীমিত পরিসরে যাত্রীবাহী ট্রেন চালানোর পরিকল্পনা করা হচ্ছে। যদিও সংশ্লিষ্টরা বলছেন, চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য অন্তত আরো সপ্তাহখানেক সময় নেয়া হবে।
ঈদের সময় বাড়ি ফেরা যাবে কি-না, সে বিষয়টি এখনো স্পষ্ট না হলেও এখন পর্যন্ত সরকারের অবস্থান এমনই যে, স্বাস্থ্যবিধি মেনে মানুষ যেকোনো স্থানে চলাচল করতে পারবে। তবে ঈদের সময় বাড়ি যেতে কোনো বিধি-নিষেধ থাকবে কি-না তা ঈদের আগেই সরকারের পক্ষ থেকে জানিয়ে দেয়া হবে বলে জানা যায়।
তবে কেউ কেউ বলছেন, স্বাস্থ্যবিধি মেনে এখন গণপরিবহন চলাচল করলেও ঈদের সময় তা অব্যাহত থাকলে করোনা সংক্রমণের ক্ষেত্রে বড় ধরনের ঝুঁকি হতে পারে। ঈদের সময় গণপরিবহন চলাচলের সুযোগ করে দিলে স্বাস্থ্যবিধি মানা সম্ভব নয়।
রেল মন্ত্রণালয় সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে প্রস্তুতি নিয়ে রাখার পরিকল্পনা করেছে বাংলাদেশ রেলওয়ে এবং রেলপথ মন্ত্রণালয়। বর্তমানে চলাচল করা রেলের মতোই স্বাস্থ্যবিধি মেনে রেল চলাচলের প্রাথমিক পরিকল্পনা করা হচ্ছে। রেল চালানোর সিদ্ধান্ত হলে বাড়ানো হবে আরও অন্তত ২০ জোড়া রেল।
এবার শতভাগ টিকিট বিক্রি হবে অনলাইনে। এরই মধ্যে ভিআইপি ছাড়া অন্য সব কোটায় টিকিট সংরক্ষণ পদ্ধতি তুলে নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এবার ঈদেও অনলাইনে টিকিট কেনার ক্ষেত্রে সবাই সমান সুযোগ পাবেন।
আনন্দবাজার/তা.তা

সংবাদটি শেয়ার করুন