শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ধর্মপাশায় করোনা ভাইরাস প্রতিরোধে দুইদিনব্যাপী প্রশিক্ষণ শুরু

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে কোভিড ১৯ রোধে করনীয় শীর্ষক দুইদিন ব্যাপী প্রশিক্ষণের আয়েজন করা হয়েছে।

বুধবার সকাল ১১টা থেকে এ কর্মশালা শুরু হয়েছে। বেসরকারি সংস্থা ডিএসকের ইউবিআর প্রকল্প এই প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণে বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চবিদ্যালয়ে শিক্ষক ও প্রশাসনের কর্মকর্তাসহ ১৭জন অংশ নেন।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাদশাগঞ্জ পাবলিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.নজরুল ইসলাম । অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার জাহাঙ্গীর হোসেন মোহাম্মদ ফারুক, সাংবাদিক সালেহ আহমদ প্রমুখ। প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন ডিএসকের হ্যালো আই এম প্রকল্পের প্রজেক্ট অফিসার জুয়েল রানা ও ইউবিআর প্রকল্পের ইয়থ অফিসার সীতা রানী তালুকদার।

আনন্দবাজার/এফআইবি

আরও পড়ুনঃ  নোয়াখালীতে সিলিন্ডার বিস্ফোরণের ৩ জনের মৃত্যু

সংবাদটি শেয়ার করুন