রাজধানীর তিনশো ফিট এলাকাটি খুবই নির্জন। এ ছাড়াও ওই এলাকায় নেই সড়কবাতি এবং সিসি ক্যামেরা, তাই প্রতিনিয়তই ঘটছে ছিনতাই-ডাকাতির মত ঘটনা, সেই সাথে উদ্ধার হচ্ছে মরদেহ।
এই তিনশো ফিট এলাকা বর্তমানে সংঘবদ্ধ অপরাধী চক্রের হটস্পট। পুলিশ জানায় অপেক্ষাকৃত নির্জন- সড়কবাতি বা ক্লোজড সার্কিট ক্যামেরা না থাকায় বিভিন্ন অপরাধের জন্য বেছে নেয়া হচ্ছে এই স্থানটিকে। অন্য এলাকা থেকে ধরে এনে করছে হত্যা এ ছাড়াও চলে ছিনতাই ডাকাতিসহ নানা অপরাধ।
জানা গেছে, ঢাকার কুড়িল ফ্লাইওভার থেকে কাঞ্চন ব্রিজ। ১৫ কিলোমিটার এই এলাকাটি দিন দিন ভয়ংকর হয়ে উঠছে অপরাধীদের হটস্পটে। ডাকাতি ছিনতাই যেন এখানের প্রতিদিনের ঘটনা। খুন করার পর লাশ ফেলে দেয়া হচ্ছে এলাকাটিতে। পুলিশ বলছে, সড়ক বাতি এবং সিসি ক্যমেরা না থাকায় সুযোগ নিচ্ছে এই অপরাধী চক্র।
এই ব্যাপারে ডিএমপ ‘র উপ-পুলিশ কমিশনার গোয়েন্দা উত্তর বিভাগের মশিউর রহমান জানান, ৩০০ ফিট এলাকায় অনেকগুলো সংবদ্ধ অপরাধী চক্র রয়েছে। সিএনজি অটোরিকশা, মাইক্রোবাস এবং প্রাইভেটকারে যাত্রী হিসেবে তুলে সব ছিনিয়ে নেয় তারা।
পুলিশ আরও জানায়, করোনা মহামারির মধ্যে মাথাচাড়া দিয়ে উঠতে পারে এই চক্র। তাই এই চক্রটিকে ধরতে সর্বদা তৎপর রয়েছেন তারা।
আনন্দবাজার/এইচ এস কে