ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বন্ধ হচ্ছে সরকারি কর্মচারিদের বিদেশ সফর

সম্প্রতি করোনার প্রভাবে বিপর্যস্ত অর্থনীতি নিয়ন্ত্রণে আনতে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ এবং দেশ-বিদেশ ভ্রমণ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আসন্ন ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অপ্রয়োজনীয় সব ব্যয় কমিয়ে আনার নির্দেশনা রয়েছে। সরকারের এইসব নির্দেশনা আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে বলে জানা গেছে।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, নতুন প্রেক্ষাপটে আসন্ন ২০২০-২১ অর্থবছরের বাজেট তৈরি হচ্ছে । চলতি বছরের বাজেটের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে বাঁচানো। তাই মানুষ বাঁচানোর স্বার্থে যে কোনও অপ্রয়োজনীয় ব্যয় কমানোর নির্দেশ দেওয়া হয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে। সেই মোতাবেক এরইমধ্যেই সরকার ১০০ জন যুগ্মসচিব ও ১০০ জন উপসচিব পর্যায়ের মোট ২০০ কর্মকর্তার বিদেশে প্রশিক্ষণ কর্মসূচি স্থগিত করেছে ।

এই বিষয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, করোনা মোকাবিলা করতে গিয়ে সরকার অত্যন্ত সতর্কতার সাথেই বছরের বাজেট তৈরি করেছে। করোনার প্রেক্ষাপটে তৈরি করা বাজেটটি অবশ্যই মানুষের জন্য কল্যাণকর হবে বলে আশা করছি।

এই ব্যাপারে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন জানান, করোনা পরিস্থিতির কারণে দেশসহ সমগ্র বিশ্বেই বর্তমানে ভিন্ন অবস্থা বিরাজ করছে। তাই অপ্রয়োজনীয় বিদেশ ট্যুর না করার নির্দেশনা দেওয়া হয়েছে। কাজেই বিদেশ সফর বন্ধ থাকলেও আমাদের কর্মকর্তাদের দক্ষতা উন্নয়নে কোনও সমস্যা হবে না।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন