শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে দেড় কোটির বেশি মানুষ নতুন করে দরিদ্র হয়েছে

এ বছরের শুরুতে দেশে সার্বিক দারিদ্র্যের হার ছিল ২০ দশমিক ৩ শতাংশ। কিন্তু গত মার্চে দেশে নভেল করোনার ধাক্কা এসে পড়লে কর্মহীন হয়ে পড়ে দেশের অনেক মানুষ। আয়-রোজগারের পথ বন্ধ হয়ে গেলে বাড়তে থাকে দারিদ্র্য।

এই ব্যাপারে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) এক গবেষণা জানিয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত ১ কোটি ৬৪ লাখ মানুষ নতুন করে দারিদ্রতায় পরিনত হয়েছে। তবে বছরের তৃতীয় এবং শেষ প্রান্তিকে মানুষের আয় আগের অবস্থায় ফিরে এলে পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। তার পরও বছর শেষে দারিদ্র্যের হার ২৫ শতাংশ ছাড়াতে পারে।

গতকাল বুধবার বিআইডিএসের আয়োজনে ‘বিআইডিএস ক্রিটিক্যাল কনভারসেশন-২০২০: ইন দ্য শ্যাডো অব কভিড-কোপিং, অ্যাডজাস্টমেন্টস অ্যান্ড রেসপনসেস’ শীর্ষক ডিজিটাল সেমিনারে এই গবেষণাপত্রটি প্রকাশ করা হয়।

গবেষণায় বলা হয়েছে, ২০২০ সালের শুরুর দিকে দেশে দারিদ্র্যের হার ছিল ২০ দশমিক ৩ শতাংশ। এর মধ্যে শহরে ১৫ দশমিক ৮ এবং গ্রামে ২২ শতাংশ। কিন্তু বছর শেষে গ্রামে দারিদ্র্যের হার ২৪ দশমিক ২৩ এবং শহরে ২৭ দশমিক ৫২ শতাংশ বাড়তে পারে। তবে এক্ষেত্রে গ্রামের চেয়ে শহরে দারিদ্র্যের হার বাড়বে অনেক বেশি।

আনন্দবাজার/এইচ এস কে

আরও পড়ুনঃ  দক্ষিণাঞ্চলের ৩৪ জেলায় কাল থেকে লঞ্চ চলাচল শুরু

সংবাদটি শেয়ার করুন