ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

খাদ্য অভাবে যশোরের ৫ শতাধিক হনুমান

দেশে করোনা পরিস্থিতির কারণে খাদ্যের অভাবে পড়েছে যশোরের কেশবপুরের প্রায় ৫ শতাধিক কালোমুখো হনুমান। এমতাবস্থায় খাবারের সন্ধানে জেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে তারা।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিচরণ ক্ষেত্র কমে যাওয়ার কারনে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। অনেক বছর ধরে কেশবপুর বাজার এবং আশপাশের বেশ কয়েকটি গ্রামে বসবাস করে আসছে বিরল প্রজাতির কালোমুখো এই হনুমান। ওই এলাকার প্রায় ১৫ কিলোমিটার বনাঞ্চলে থাকতো এই ৫ শতাধিক হনুমান।

জানা গেছে, বনাঞ্চল কমতে থাকায় আস্তে আস্তে সৃষ্টি হয়েছে হনুমানদের এই খাদ্য সংকট। এ পরিস্থিতিতে সরকারিভাবে ঠিকাদারের মাধ্যমে হনুমানদের খাবার সরবরাহ করা হচ্ছিল। সেই সাথে এখানে আসা দর্শনার্থীরাও হনুমানদের খাবার দিত।

স্থানীয়রা জানিয়েছেন, যে খাদ্য হনুমানদের দেয়া হয় তা প্রয়োজনের তুলনায় অনেক কম। করোনার কারণে দর্শনার্থী না থাকায় ওরা খাবারের খোঁজে আশপাশের বাড়িতে গিয়ে হানা দিচ্ছে।

এই ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান জানান, বিচরণের স্থান কমে যাওয়ায় ওরাআশপাশের এলাকায় ছড়িয়ে পড়ছে। আমাদের গাছের যত ফল আছে, সব হনুমানের জন্য রিজার্ভ করা। এমনকি তাদের জন্য সবজি চাষও করছি আমরা, যেন পরবর্তীতে তাদের খাবারের আর কোন সংকট না হয়।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন