রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

নৌবাহিনীর নতুন যুদ্ধজাহাজ ‘সংগ্রাম’ কমিশনিং করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হয়েছে যুদ্ধজাহাজ ‘সংগ্রাম’। এটি নৌবাহিনীর বহরের সক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে। আজ বেলা পৌনে ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বানৌজা ‘সংগ্রাম’ এর কমিশনিং করেছেন।

তিনি সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এ যুদ্ধ জাহাজের কমিশনিং করেন।

জানা গেছে, চীনে তৈরি বানৌজা ‘সংগ্রাম’র দৈর্ঘ্য ৯০ মিটার এবং প্রস্থ ১১ মিটার। ঘণ্টায় সর্বোচ্চ ২৫ নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম এটি। শত্রু বিমান, জাহাজ এবং স্থাপনায় আঘাত হানতে সক্ষম জাহাজটিতে আধুনিক প্রযুক্তিসম্পন্ন কামান, ভূমি থেকে আকাশে এবং ভূমি থেকে ভূমিতে উৎক্ষেপণযোগ্য মিসাইল, অত্যাধুনিক থ্রিডি রাডার, ফায়ার কন্ট্রোল সিস্টেম, রাডার জ্যামিং সিস্টেমসহ বিভিন্ন ধরনের যুদ্ধ সরঞ্জামাদিতে সুসজ্জিত।

এছাড়াও জাহাজটিতে হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়নের জন্য ডেক ল্যান্ডিংসহ অন্যান্য সুবিধাদি রয়েছে।

আনন্দবাজার/এস.কে

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  আমনে খরচ বেড়ে দ্বিগুণ

সংবাদটি শেয়ার করুন