ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

অ্যান্টিবডি কিটের অনুমোদন না দেয়ায় প্লাজমা থেরাপি ব্যাহত

করোনায় প্লাজমা থেরাপি খুবই কার্যকর চিকিৎসা হিসেবে কাজ করছে। ইতোমধ্যে করোনায় আক্রান্ত অনেক রোগী সুস্থ হয়ে উঠেছেন এই চিকিৎসার মাধ্যমে। কিন্তু বর্তমানে অ্যান্টিবডি শনাক্তকরণের কিট না থাকায় আক্রান্তদের সঠিকভাবে প্লাজমা থেরাপি দেয়া যাচ্ছে না বলে  জানিয়েছেন চিকিৎসকরা।

চিকিৎসকরা বলেছেন, ডোনারের প্লাজমায় প্রয়োজনীয় অ্যান্টিবডি না থাকলে তা আক্রান্ত রোগীকে সুস্থ করতে পারে না। এজন্য প্লাজমা সংগ্রহের আগেই ডোনারের অ্যান্টিবডির পরিমাণ জানা জরুরি। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর অনুমোদন না থাকায় অ্যন্টিবডি শনাক্তকরণ কিটের অনুমোদন দিতে পারছে না ঔষধ প্রশাসন অধিদপ্তর।

গবেষকরা জানিয়েছে, প্লাজমায় প্রয়োজনীয় পরিমাণ অ্যান্টিবডি না থাকলে রোগীকে সুস্থ করতে পারবে না। তবে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি অ্যান্টিবডি কিটের অনুমোদন দিতে গেল মাসে সুপারিশ করা হলেও অনুমোদনের সুপারিশ দেয়নি স্বাস্থ্য অধিদপ্তরের ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট কমিটি।

এই ব্যাপারে ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) রুহুল আমিন বলেন, সরকার যদি এই কিট ব্যবহার করার অনুমোদন না দেয় তাহলে ঔষধ প্রশাসনে এই কিটের এনওসি দিয়ে কি হবে?

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন