রবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

একদিনে সর্বোচ্চ মৃত্যু ৫৩ আক্রান্ত ৩৮৬২

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৫৩ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস। ফলে ভাইরাসটিতে মোট ১ হাজার ২৬২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৮৭২ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯৪ হাজার ৪৮১জনে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেৃটিনে এ তথ্য জানানো হয়। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন।

 গত ২৪ ঘণ্টায় রেকর্ড ১৮ হাজার ৪০৩টি নমুনা সংগ্রহ এবং ১৭ হাজার ২১৪টি পরীক্ষা করা হয়েছে। ৬১টি পরীক্ষাগারে এই নমুনাগুলো পরীক্ষা করা হয়।

গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ২৩৭ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ৩৬ হাজার ২৬৪ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।

মৃতদের মধ্যে ৪৭ জন পুরুষ ও ৬ জন নারী।

এদিকে, করোনার পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা বিশ্বে ৮১ লাখ ২৮ হাজার ৪৯০ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৪২ লাখ ৪২ হাজার ১৫৪ জন সেরে উঠলেও প্রাণ গেছে ৪ লাখ ৩৯ হাজার ৪২১ জনের।

সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে যেসব দেশে:

যুক্তরাষ্ট্র: ১ লাখ ১৮ হাজার ২৮৩ জন।
ব্রাজিল: ৪৪ হাজার ১১৮ জন।
যুক্তরাজ্য: ৪১ হাজার ৭৩৬ জন।
ইতালি: ৩৪ হাজার ৩৭১ জন।
ফ্রান্স: ২৯ হাজার ৪৩৬ জন।
স্পেন: ২৭ হাজার ১৩৬ জন।
মেক্সিকো: ১৭ হাজার ৫৮০ জন।
ভারত: ৯ হাজার ৯১৫ জন।
বেলজিয়াম: ৯ হাজার ৬৬১ জন।
ইরান: ৮ হাজার ৯৫০ জন।

আরও পড়ুনঃ  ফের ডুবলো চায়ের দেশ

করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরকার একটি বিশেষ ওয়েবসাইট http://(www.corona.gov.bd)চালু রেখেছে।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন