ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাজেটে জনগনের জীবন জীবিকা রক্ষার নিশ্চয়তা চাই: গণফোরাম।

দিন যতই যাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা ততই বেড়ে চলেছে। থামানো যাচ্ছেনা মৃত্যুমিছিল।

সম্প্রতি গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন, “বিনা চিকিৎসায় করোনা আক্রান্তদের মৃত্যুতে উদ্বেগ প্রকাশ করেছেন। করোনা মহামারির এই দুর্দিনে প্রস্তাবিত বাজেট সাধারণ মানুষের আকাংক্ষা পূরণে ও জনগণের জীবন-জীবিকা রক্ষায় পুরোপুরি ব্যর্থ হয়েছে। তিনি মহামারি করোনা মোকাবিলায় দল-মত নির্বিশেষে বিশেষজ্ঞদের নিয়ে সমন্বিত জাতীয় কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন।

আজ সোমবার (১৫ জুন) সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গণফোরাম ঢাকা মহানগরের উদ্যোগে,”মানববন্ধনে ভার্চুয়াল (ইন্টারনেট) প্রযুক্তিতে সংযুক্ত হয়ে ড, কামাল হোসেন এসব কথা বলেন।

ভার্চুয়াল পদ্ধতিতে আরো বক্তব্য রাখেন, গণফোরামের অন্যতম প্রতিষ্ঠাতা, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু, নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ ও নির্বাহী সভাপতি দলের মুখপাত্র সিনিয়র এড. সুব্রত চৌধুরী।

সাংগঠনিক সম্পাদক এড.মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন এড, জগলুল হায়দার আফ্রিক, লতিফুল বারি হামীম, হাসিব চৌধুরী, রফিকুল ইসলাম পথিক, নাসির হোসেন, আজম রুপু , সানজিদ রহমান শুভ প্রমুখ ।

মোস্তফা মোহসীন মন্টু বলেন,” করোনা মোকাবিলায় সরকারের নানা অবহেলা, অযোগ্যতা ও অব্যবস্থাপনায় আমি হতবাক। এমন ক্রান্তিকালেও ত্রাণ লুটপাট ও দুর্নীতির খবরে মুক্তিযোদ্ধা হিসেবে লজ্জা বোধ করি। করোনা মোকাবিলায় তিনি যুব সমাজকে সম্পৃক্ত করার আহ্বান জানান ।

অধ্যাপক আবু সাইয়িদ বলেন,” এ বাজেট গতানুগতিক বড়লোকদের স্বার্থ রক্ষার বাজেট। এ বাজেটে কৃষি ও স্বাস্থ্য খাতে বরাদ্দ অপর্যাপ্ত, বেকারদের কর্মসংস্থানের কোন দিক নির্দেশনা নেই।

সিনিয়ার এড. সুব্রত চৌধুরী বলেন, থোক বরাদ্দের নামে প্রস্তাবিত বাজেটে সরকার নিজেদের অপরিপক্কতা দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে। বাংলাদেশটাকে দুর্নীতিবাজ ও কালো টাকার মাালিকদের অভয়ারণ্যে পরিণত করেছে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন