ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

গ্রামীণ খাতে আরও বেশি অর্থ বরাদ্দ চায় বিসিআই

সম্প্রতি গ্রামীণ অর্থনীতি পুনরুদ্ধারে বরাদ্দ বাড়ানো প্রস্তাবিত বাজেটে পরিবহন এবং যোগাযোগ খাত থেকে অর্থ বরাদ্দ কমাতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)।

 বিসিআইয়ের সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ বাজেট প্রতিক্রিয়ায় জানান, জাতীয় বাজেটের প্রায় ১১ দশমিক ২ শতাংশ পরিবহন এবং যোগাযোগ খাতের জন্য বরাদ্দ করা হয়েছে, যা এ মুহূর্তে গুরুত্বপূর্ণ নয়।

করোনা পরিস্থিতির কারণে অনেকে এখন শহর থেকে গ্রামে চলে আসছে। তিনি জানান, গ্রামীণ বেকারত্ব দূরীকরণ এবং কর্মসংস্থান সৃষ্টি এখন বেশি প্রয়োজন। তাই কৃষি এবং কুটির শিল্প নির্ভর গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ড কার্যকর করার লক্ষ্যে বিশেষ স্কিম নেয়া যেতে পারে।

তিনি বলেন, করোনার প্রভাবে বেকারত্বের হার অনেক বৃদ্ধি পেতে পারে। বর্তমান পরিস্থিতি মোকাবেলা করতে নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে বিশেষ প্রণোদনার ব্যবস্থা রাখা প্রয়োজন।

বিসিআই সভাপতি আরও জানান, করোনার কারণে ক্ষুদ্রএবং মাঝারি শিল্প প্রতিষ্ঠান এখন মারাত্মক ঝুঁকির সম্মুখীন। শুধু পোশাক শিল্প নয় স্বল্প পুঁজির কলকারখানা সক্রিয় রাখা এবং এসব ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক প্রণোদনা এবং দক্ষকর্মী সৃষ্টির মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা অতি প্রয়োজন।

আনদবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন