শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

মুখে হাত দেওয়ার অভ্যাস বদলায়নি মানুষের

মুখে হাত দেওয়ার জন্যই ছড়ায় শ্বাসযন্ত্রজনিত প্রায় ২৫ শতাংশ রোগ। ইতোমধ্যেই একাধিক সমীক্ষা থেকে তা জানা গিয়েছে। সমীক্ষা থেকে আরও জানা যায়, ঘণ্টায় গড়ে ১৫-২৪ বার কোনও ব্যক্তি হাত দিয়ে নিজের মুখ স্পর্শ করেন। অর্থাৎ, ঘুমের সময় যদি ৮ ঘণ্টা ধরা হয়, তা হলে জেগে থাকা অবস্থায় কোনও ব্যক্তি দিনে ২৪০-৩৮৪ বার হাত দিয়ে মুখ স্পর্শ করেন অজান্তেই।

বিশেষজ্ঞেরা জানান, সার্স-কোভ-২ সংক্রমণের উদ্বেগজনক হারও সেই অভ্যাস বদলায়নি। ঘটনাক্রমে যা বহুগুণে বাড়িয়ে দিচ্ছে সংক্রমণের আশঙ্কা।

কারণ, একাধিক গবেষণার উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন, মুখে হাত দেওয়ার এই প্রবণতার সূত্রপাত গর্ভে থাকতেই শুরু হয়। ফলে সেই অভ্যাস ভুলে যাওয়াটা (আনলার্ন) সহজ কথা নয়। চোখ-নাক-মুখ, এই তিনটি বিন্দু একত্রে ইংরেজি ‘টি’ অক্ষরের মতো। তাই একে ‘টি-জ়োন’ বা ‘টাচ-জ়োন’ও বলা হয়।

সার্স-কোভ-২ ভাইরাসের প্রবেশপথই হল ওই টি জোন। ফলে ওই অংশ মাস্কে ঢাকা থাকলে ভাইরাসের প্রবেশের আশঙ্কা অনেকটাই কমে যায়।

আনন্দবাজার/এস.কে

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ৭ শর্তে বুধবার থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু

সংবাদটি শেয়ার করুন