কক্সবাজারের টেকনাফে বৈদ্যুতিক সংযোগ লাইনের বিদ্যুতায়িত হয়ে একটি বিশাল বন্যহাতির মৃত্যু হয়েছে। হাতিটি খাবারের সন্ধানে পাহাড় থেকে লোকালয়ে এসেছিল। শুক্রবার (১২ জুন) ভোররাত ৩টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা পশ্চিম পানখালীর খন্ডা কাটা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, খাদ্যের সন্ধানে পাহাড় থেকে বসতির দিকে যাওয়ার পথেই খন্ডা কাটা গ্রামে মরিচ্যাঘোনা হতে টানা লাইনের তারে হাতির শুঁড় আটকে গেলে, সেখানেই হাতিটির মৃত্যু হয়। কিন্তু এত নিচে বৈদ্যুতিক তাঁর সেখানে কখনো ছিল না বলে জানিয়েছে অনেকে। এ কারণে অনেকের ধারণা পরিকল্পিতভাবে বন্যহাতি হত্যা করতে বৈদ্যুতিক তার ব্যবহার করা হয়েছে। এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে ঐ এলাকায়।
এ ব্যাপারে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের টেকনাফস্থ রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ বলেন, হাতিটিকে পরিকল্পিত হত্যা করা হয়েছে কি না সে ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। হত্যা করে থাকলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, কক্সবাজারের বিভিন্ন উপজেলায় গত ৫ মাসে ৬ টি হাতিকে নির্মমভাবে হত্যার অভিযোগ রয়েছে।
আনন্দবাজার/ডব্লিউ এস/জে ইউ