মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

৭০ হাজারেরও বেশি শ্রমিক ছাঁটাই করেছে পোশাক শিল্প মালিকরা

৭০ হাজারেরও বেশি শ্রমিক ছাঁটাই করেছে পোশাক কারখানার মালিকরা। ১২শ পোশাক কারখানা দেয়নি বোনাস। বিজিএমইএ সভাপতি ষড়যন্ত্র করছেন এবং তার দূরভিসন্ধি রয়েছে। এমনটাই অভিযোগ করেছে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।

জাতীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশে ইউনিয়ন কেন্দ্রের নেতাকর্মীরা বলেন, বাজেট সুবিধা পেতে এবং শ্রমিকদের ছাঁটাইজনিত আইনি সুরক্ষা না দিতেই বিজিএমইএ সভাপতি শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছেন। সরকারের সাথে দরকষাকষির হাতিয়ার হিসেবে শ্রমিক ছাঁটাইয়ের হুমকি দিচ্ছেন পোশাক কারখানার মালিকরা। বেতন বাবদ ৫ হাজার কোটি টাকার সরকারি তহবিল নেয়ার পরেও মালিকদের এ আচরণ শোষণের শামিল বলে অভিযোগ ইউনিয়ন নেতাকর্মীদের।

মালিকরা তাদের বিলাসিতায় কোনও ছাড় দিচ্ছে না উল্লেখ করে, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করেই এতদিন গোপনে শ্রমিক ছাঁটাই করছিলো শিল্পমালিকরা। এখন বিজিএমইএ সভাপতির প্রকাশ্যে শ্রমিক ছাঁটাইয়ের ঘোষণা মালিকদের আরো উৎসাহিত করেছে।

আনন্দবাজার/তা.তা

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  জয়পুরহাটে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

সংবাদটি শেয়ার করুন