শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

৩ হাজার ছাড়ালো নারায়ণগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা

নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে ২৪ ঘন্টায় আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা ৮৫। নতুন করে ১২৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নারায়ণগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা দাড়াঁলো ৩০৪৭।

গত ৮ মার্চ দেশে প্রথম যে ৩ জনের করোনা শনাক্ত হয়েছিল তাদের দুজন ছিলেন নারায়ণগঞ্জের। ৯১ দিনে নারায়ণগঞ্জে ১৩ হাজার ৪৩২ জনের নমুনা পরীক্ষা করে ৩ হাজার ৪৭ জনের দেহে করোনা পাওয়া যায়। গড়ে প্রতিদিন ১৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এ জেলায়।

গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে ৬১১ জনের নমুনা সংগ্রহ করে ১২৪ জনের দেহে করোনা সনাক্ত হয়। গত ২৪ ঘণ্টায় নতুন ৩ জনসহ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮৫ জন। আক্রান্তদের মধ্যে গড়ে প্রতি ৩৫ জনের মধ্যে একজন মারা যাচ্ছেন। সুস্থ হয়েছে এ পর্যন্ত ৮১৩ জন। নারায়ণগঞ্জের জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে।

এ জেলার মোট ১৪৭ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হন। এরমধ্যে ১০১ জন সুস্থ হয়ে ইতোমধ্যেই কাজে যোগ দিয়েছেন।

নারায়ণগঞ্জের সিভিল সার্জন ডা. ইমতিয়াজ আহমেদ বলেন, গত ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জে নতুন করে আরও ১২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩ জন।

আনন্দবাজার/শাহী

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ঝিনাইদহে বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন

সংবাদটি শেয়ার করুন