শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

একদিনে মৃত্যু ২২, নতুন আক্রান্ত ২৩৮১

করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২২ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৬৭২ জনে। এছাড়া এ সময় নতুন আক্রান্ত হয়েছে ২ হাজার ৩৮১ জন। এ নিয়ে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়াল ৪৯ হাজার ৫৯৭ জনে।

এই সময়ে সুস্থ হয়েছেন ৮১৬ জন । এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়াচ্ছে ১০ হাজার ৫৯৭ জন।

সোমবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি আরও জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৩১৪ টি নমুনা সংগ্রহ এবং ১১ হাজার ৮৩৯ টি পরীক্ষা করা হয়েছে। আজ মোট ৫২টি ল্যাবে এই নমুনাগুলো পরীক্ষা করা হয়।

বিভাগ অনুযায়ী মৃত্যুবরণের পরিমাণ বিশ্লেষণ করলে দেখা যায়:

ঢাকায় ১১ জন, চট্টগ্রামে ৮ জন, সিলেটে ২ জন ও বরিশালে ১ জন মারা গেছেন।

মৃত ৪০ জনের বয়স:

২১ থেকে ৩০ বছর বয়সী: ১ জন।
৪১ থেকে ৫০ বছর বয়সী: ৮ জন।
৫১ থেকে ৬০ বছর বয়সী: ৪ জন।
৬১ থেকে ৭০ বছর বয়সী: ৭ জন।
৮১ থেকে ৯০ বছর বয়স: ২ জন।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ৮১৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ১০ হাজার ৫৯৭ জন প্রাণঘাতি এই ভাইরাস থেকে সেরে উঠলেন।

এখন পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্তের হার ২০ দশমিক ৮১ শতাংশ এবং মৃতের হার মোট আক্রান্তের ১ দশমিক ৩৬ শতাংশ। ভাইরাসটি থেকে সেরে ওঠার মাত্রা ২১ দশমিক ৩৯ শতাংশ।

আরও পড়ুনঃ  গুলিবিদ্ধ ছাত্রদল নেতা নূরে আলমের মৃত্যু

দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:

মোট আক্রান্ত: ৪৯ হাজার ৫৩৪ জন।
মারা গেছেন: ৬৭২ জন।
মোট সুস্থ: ১০ হাজার ৫৯৭ জন।
মোট নমুনা পরীক্ষা: ৩ লক্ষ ২০ হাজার ৩৬৯টি।
ব্রিফিং এ অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বিশেষ দৃষ্টি আকর্ষণ করে বলেন, স্বাস্থ্য অধিদপ্তর ‘সিডিসি-কেয়ার ফর অল’ সেবা চালু করেছে। এই সেবার অধীনে আক্রান্ত ব্যক্তির সঙ্গে ফোনে যোগাযোগ করে তাদের স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ ও পুষ্টিকর খাদ্য নিয়ে নির্দেশনা দেওয়া হবে।

করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরকার ইতোমধ্যেই একটি বিশেষ ওয়েবসাইট http://www.corona.gov.bd চালু করেছে।

এদিকে, ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, সোমবার বাংলাদেশ সময় দুপুর ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা পৃথিবীতে ৬২ লাখ ৬৮ হাজার ২৫ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ২৮ লাখ ৪৮ হাজার ৪৫৫ জন সুস্থ হয়ে উঠলেও প্রাণ গেছে ৩ লাখ ৭৩ হাজার ৯৭২ জনের।

সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে যেসব দেশে:

যুক্তরাষ্ট্র: ১ লাখ ৬ হাজার ১৯৫ জন।
যুক্তরাজ্য: ৩৮ হাজার ৪৮৯ জন।
ইতালি: ৩৩ হাজার ৪১৫ জন।
ব্রাজিল: ২৯ হাজার ৩৪১ জন।
ফ্রান্স: ২৮ হাজার ৮০২ জন।
স্পেন: ২৭ হাজার ১২৭ জন।
মেক্সিকো: ৯ হাজার ৯৩০ জন।
বেলজিয়াম: ৯ হাজার ৪৬৭ জন।
জার্মানি: ৮ হাজার ৬০৫ জন।
ইরান: ৭ হাজার ৭৯৭ জন।

আনন্দবাজার/শহক

Print Friendly, PDF & Email

সংবাদটি শেয়ার করুন