রবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

কক্সবাজারে সেনা বাজারে বিনামূল্যে বাজার পেল ৫০০পরিবার

প্রাণঘাতি করোনাভাইরাসের প্রভাবে কক্সবাজারের র্কমহীন হয়ে পড়া অসহায় মানুষদের সহায়তা অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শনিবার (৩০ মে) সকালে লাবণী পয়েন্টস্থ কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সেনা বাজারে ৫০০ পরিবারকে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন।

প্রান্তিক কৃষকদের কাছ থেকে ন্যায্যমূল্যে সবজী, রামু সেনানিবাসের সেনা সদস্যদের রেশনের চাউল, আটা, তেল, লবন, ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর একটি প্যাকেজ বিনামূল্য এসব পরিবারের মাঝে বিতরণ করা হয়।

শেখ কামাল স্টেডিয়াম প্রাঙ্গনে ব্যাতিক্রমধর্মী এই বাজার পরিদর্শন করেন রামু সেনানিবাসের ১০ আর্টিলারি ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ওমর সাদী এবং কক্সবাজার উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান লে, কর্ণেল (অব:) ফোরকান আহমদ।

এ সময় সেনাবাহিনীর কর্ণেল ফারুক, মেজর তানজিলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আনন্দবাজার/এফআইবি

আরও পড়ুনঃ  'সুযোগ দিলে আমরাও টিকা তৈরি করতে পারবো'

সংবাদটি শেয়ার করুন