শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আম্পানে ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত বিদ্যুত সংযোগের নির্দেশ

সম্প্রতি আম্পানে্র কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সংযোগের নির্দেশ দিয়েছেন জ্বালানি এবং খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, উৎপাদন, বিতরণ এবং সঞ্চালনের মধ্যে সংযোজন করে কাজ করুন। প্রয়োজনে মন্ত্রণালয়ের সাহায্য নিন।

আজ বৃহস্পতিবার (২১ মে) প্রতিমন্ত্রী নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদ্যুতের উৎপাদন, বিতরণ এবং সঞ্চালন কোম্পানিগুলোকে এই আদেশ দেন।

প্রতিমন্ত্রী আরও জানান, যে সমস্যাই হোক না কেন  খুব দ্রুত বিদ্যুতের ব্যবস্থা করুন। হাসপাতালগুলোতে প্রয়োজনে জেনারেটরের সাহায্যে বিদ্যুত সংযোগের উদ্যোগ নিন।

ভিডিও কনফারেন্স এই সভায় বিদ্যুৎ সচিব ড. সুলতান আহমেদ, পিডিবির চেয়ারম্যান মো. বেলায়েত হোসেন, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন, পাওয়ার গ্রিড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়াসহ উৎপাদন, বিতরণ এবং সঞ্চালন কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালকরা অংশ গ্রহণ করেন।

ওই সভায় বিদ্যুৎ বিভাগের বর্তমান প্রকল্পের অগ্রগতি এবং বাস্তবায়ন ও ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলচনা করা হয়।

আনন্দবাজার/এইচ এস কে

 

আরও পড়ুনঃ  কবরস্থান জিয়ারত বন্ধ করার অনুরোধ ডিএনসিসির

সংবাদটি শেয়ার করুন