ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

এর আগে এমন তাণ্ডব দেখেনি ঝিনাইদহের মানুষ

ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে গোটা ঝিনাইদহ জেলা। গ্রামের পর গ্রাম আম বাগান থেকে শুরু উপড়ে গেছে মেহগনি বাগান। কলা বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে। ঝিনাইদহের মানুষ এর আগে ঝড়ের এমন তাণ্ডব দেখেনি কখনও।

ঝিনাইদহ সদর থানার গান্না ইউনিয়নের বাসিন্দা ৫৫ বছর বয়সী মোয়াজ্জেম বলেমন, সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ঝড়ের যে তাণ্ডব দেখেছি তাতে এখনও যে বেঁচে আছি-এটাই বিশাল ব্যাপার। গোটা রাতটা কেটেছে গভীর আতঙ্কে। মাঠের সব কলা বাগান শেষ হয়ে গেছে। আম গাছ, কাঁঠাল গাছ, নিম গাছ, মেহগনি গাছ সবই উপড়ে গেছে এক রাতে।

তিনি আরও বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে মানুষ এখন এমনিতেই অনেক কষ্টে আছে। নিম্নআয়ের মানুষের আয় রোজগার নেই। এমন পরিস্থিতিতে ঝড়ের তোপে মাঠের ফসলের ব্যাপক ক্ষতি হয়ে গেল। এতে নিম্নআয়ের মানুষের কষ্ট আরও বেড়ে যাবে।

কালীগঞ্জ থানার ফয়লা ইউনিয়নের ৪৫ বছরের তোহিদ জানান, ঝড় যে এমন তাণ্ডব চালাতে পারে আগে জানতাম না। ঝড়ের শোঁ শোঁ শব্দে দু’চোখের পাতা এক করতে পারিনি। এই ঝড়ে মানুষের অনেক ক্ষতি হয়েছে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে অনেককে নতুন করে আবার সবকিছু শুরু করতে হতে পারে।

আনন্দবাজার/তা.তা

সংবাদটি শেয়ার করুন