ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘূর্ণিঝড়ের তান্ডবে লন্ডভন্ড মোংলা প্রি-ক্যাডেট স্কুল

ঘূর্ণিঝড় আম্পানের তান্ডবে লন্ডভন্ড হয়ে গেছে মোংলা প্রি ক্যাডেট স্কুল। বুধবার (২০ মে) সন্ধ্যায় ঘূর্ণিঝড় আম্পান মোংলায় আঘাত হানলে ভেঙে পড়ে স্কুলের ৩ টি ঘর। এসময় স্কুলের আসবাবপত্র ও অন্যান্য মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে।

স্কুলের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান জানান, বুধবার সন্ধ্যার পর ঘূর্ণিঝড় আম্পানের তান্ডবে স্কুলের সব কয়টি ঘর ভেঙে পড়ে। ক্ষতিগ্রস্থ হয়েছে আসবাব পত্র ও অন্যান্য মালামাল। স্কুলের বই, খাতাপত্র পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে।

উল্লেখ্য, মোংলা প্রি ক্যাডেট স্কুল ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়ে অত্র এলাকার শিক্ষা বিস্তারে অবদান রেখে চলছে। বর্তমানে স্কুলে ৬ জন শিক্ষক কর্মরত রয়েছেন এবং দেড় শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছেন।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন