শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

আম্পানের তান্ডবে সাত জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ

সুপার সাইক্লোন আম্পানের প্রভাবে উপকূলবর্তী ৭টি জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

গত বুধবার (২০ মে) রাত থেকেই সিরাজগঞ্জ, পটুয়াখালী, দিনাজপুর, ঝিনাইদহ, রংপুরসহ নওগাঁ জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
ঘূর্ণিঝড় আম্পানের প্রভাবে পটুয়াখালীসহ উপকূলীয় বেশ কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে। পানি ঢুকে পড়েছে শহরগুলোতেও। তাই ঝুঁকি কমাতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।

এর আগে বুধবার (২০ মে) দিবাগত রাত দেড়টায় ঢাকাস্থ আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঘূর্ণিঝড়টি মধ্যরাতে দুর্বল হয়ে উত্তরের দিকে অগ্রসর হয়ে ঝিনাইদহ জেলাসহ তার আশপাশের এলাকায় অবস্থান করছে। এটি আরো উত্তর-উত্তরপূর্ব এলাকার দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝড়িয়ে দুর্বল হয়ে পড়তে পারে।
ঘূর্ণিঝড় কেন্দ্রের ৭৫ কিলোমিটার এর মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ১৬০ কিলোমিটার, যা ঝড়ো হাওয়ার আকারে ১৮০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

আনন্দবাজার/তা.তা

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  করতোয়া নদীর ভাঙনরোধে মানববন্ধন

সংবাদটি শেয়ার করুন