ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বাজেট প্রণয়নের কাজ শুরু হচ্ছে মঙ্গলবার থেকে

আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে আগামী ২০২০-২১ অর্থবছরের বাজেট প্রণয়নের কাজ। আগামী মঙ্গলবার অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় মঙ্গলবার (১৯ মে) অনুমোদন দেওয়া হচ্ছে এই বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি)। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার ( ১৮ মে) পরিকল্পনা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেওয়া হয়েছে।

এই ব্যাপারে পরিকল্পনা মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা শাহেদুর রহমান বলেন, মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এনইসি সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।

ওই সভায় আগামী অর্থবছরের জন্য ২ লাখ ৫ হাজার ১৪৫ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) উপস্থাপন করা হবে। এ ছাড়াও আগামী ১১ জুন জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করা হবে বলেও তিনি জানিয়েছে।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন