ঢাকা | বুধবার
৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

সেনাসদস্য পরিচয় দিয়ে ৮৫ কেজি মাংস নিয়ে উধাও

টাঙ্গাইলের ঘাটাইলে ৮৫ কেজি গরুর গোশত নিয়ে কৌশলে চম্পট দিয়েছেন কথিত এক সেনা অফিসার।  শনিবার (১৬ মে) সকালে ঘাটাইল উপজেলার হামিদপুর বাজারে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। কসাই মুক্তার আলী গোশতের দাম না পেয়ে প্রায় ৪০ হাজার টাকার ক্ষতির মুখে পড়েছেন।

ভুক্তভোগী কসাইয়ের নাম মুক্তার আলী। সে ঘাটাইলের দিগর ইউনিয়নের কাশতলা গ্রামের বাসিন্দা।

কসাই মুক্তার আলী জানান, শনিবার সকালে মোটরসাইকেল নিয়ে সবুজ রঙের পিপিই পরা এক ব্যক্তি কসাইখানায় এসে নিজেকে বঙ্গবন্ধু সেতু সংলগ্ন ক্যান্টনমেন্টের একজন সেনা অফিসার হিসেবে পরিচয় দেন। তিনি জানান, অসহায় মানুষকে ত্রাণ দেয়ার জন্য তাদের ক্যান্টনমেন্টের প্রধান সেনা কর্মকর্তা আসবেন। এ জন্য গরুর গোশত লাগবে। এই বলে দুটি বস্তায় ৮৫ কেজি গোশত ভরে তার মোটরসাইকেলের সঙ্গে বাঁধেন।

এর ফাঁকে ফাঁকে তিনি রাস্তায় গিয়ে মুখে মাস্ক না পরা ব্যাক্তিদের জিআই তার দিয়ে পিটিয়ে আতঙ্ক তৈরি করেন। এরপর সাদা কাগজে ভাউচার লেখিয়ে বলেন, চাপাতিসহ আমার সঙ্গে একজন লোক দেন। তিনি ক্যান্টনমেন্ট পর্যন্ত গিয়ে গোশত কেটে দিয়ে টাকা নিয়ে আসবেন।

তখন কসাইখানা থেকে আনোয়ার হোসেন নামে একজনকে ওই ব্যক্তির মোটরসাইকেলে পাঠানো হয়। সেনা অফিসার পরিচয় দেয়া ব্যক্তি কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডের কাছে পৌঁছে আনোয়ারকে মোটরসাইকেল থেকে নামিয়ে বলেন, তুমি দাঁড়াও আমি মোটরসাইকেলে তেল তুলে নিয়ে আসি। এই বলে ওই কথিত সেনা অফিসার গোশতের মূল্য পরিশোধ না করেই উধাও হয়ে যান।

ব্যাপারে ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন সরকার বলেন, এবিষয়ে কেউ আমার কাছে অভিযোগ করেনি। বিষয়টি আমি অনলাইন পত্রিকার মাধ্যমে জেনেছি।বিষয়টি অত্যন্ত দুঃখজনক। পুলিশকে তদন্ত করে প্রতারক চক্রকে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছি।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন