শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে তৈরি হবে ভাইরাসরোধী কাপড়, দুই মিনিটে করোনা উধাও!

কোভিড-১৯ এ বিপর্যস্ত গোটাবিশ্ব। প্রাণহানির পাশাপাশি ভেঙে পড়েছে বিশ্বের অর্থনীতি খাত। সারা বিশ্ব যখন করোনা ভাইরাসকে আয়ত্তে এনে অর্থনীতির চাকা সচলের চিন্তা করছে। ঠিক এমন সময়ে তৃতীয় বিশ্বের একটি দেশ তাক লাগিয়ে দিয়েছে করোনা ভাইরাস প্রতিরোধক কাপড় তৈরি করে। আর সেই দেশটি হলো আমাদের মাতৃভূমি বাংলাদেশ।

আর এই তাক লাগানোর পেছনে কাজ করেছে দেশের বস্ত্র খাতের শীর্ষ প্রতিষ্ঠান জাবের অ্যান্ড জুবায়ের। প্রতিষ্ঠানটি করোনা ভাইরাস প্রতিরোধক কাপড় তৈরি করে সবার চোখ ধাঁধিয়ে দিয়েছে। এ কাপড় তৈরিতে ব্যবহার করা হয়েছে বিশেষ এক ধরণের রাসায়নিক পদার্থ। ফলে ওই কাপড়ে করোনা ভাইরাসসহ অন্য কোনো জাতিয় ভাইরাস টিকতে পারবে না। যদি কোনোভাবে কোনো ভাইরাস ওই কাপড়ে লাগে সেক্ষেত্রে মাত্র ১২০ সেকেন্ডে ওই কাপড় ৯৯.৯ শতাংশ ভাইরাসমুক্ত হয়ে যাবে।

জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম রফিকুল ইসলাম জানান, আমরা করোনা ভাইরাস প্রতিরোধক কাপড় তৈরি করতে যাচ্ছি। দেশের চাহিদা মিটিয়ে তা বিদেশেও রফতানি করা হবে।
বস্ত্র খাতে প্রতিযোগী দেশগুলোর মধ্যে বাংলাদেশই প্রথম এ কাপড় উদ্ভাবন করেছে। অদূর ভবিষ্যতে অন্যান্য দেশগুলোও এ কাপড় তৈরিতে এগিয়ে আসবে বলেও আশাবাদী তিনি।

আগামী বৃহস্পতিবার (১৪ মে) রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ কাপড় উদ্ভাবনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে। উদ্বোধনের পর সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা শুরু করবে প্রতিষ্ঠানটি। এই সংকট লগ্নে দেশের প্রয়োজনে সরকার এ কাপড় ব্যবহার করতে চাইলে সরবরাহ করতে চায় তারা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে এরই মধ্যে প্রতিষ্ঠানটির কথা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।

আরও পড়ুনঃ  করেনায় সারা দেশে নিম্ন আদালতে কার্যক্রম স্থগিত

আনন্দবাজার/তা.তা

সংবাদটি শেয়ার করুন