ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

যমুনা বসুন্ধরা পর নিউ মার্কেটও বন্ধ রাখার সিদ্ধান্ত

প্রানঘাতী করোনা ভাইরাসের কারণে চলমান লকডাউনের মধ্যেও মন্ত্রিপরিষদ বিভাগের এক ঘোষণায় আগামী রবিবার থেকে শর্ত সাপেক্ষে দোকানপাট ও শপিং মল বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়। তবে রাজধানীর নিউমার্কেট খুলছে না। এছাড়া বসুন্ধরা শপিংমলও না খোলার সিদ্ধান্ত নিয়েছে আগেই।

প্রানঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের হার দিন দিন বাড়ছে। তার মধ্যে শপিং মল ও বিপণিবিতানগুলো খুলে দেওয়ার সিদ্ধান্তে আরো অধিক হারে সংক্রমণ ও বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। এছাড়াও গণপরিবহন বন্ধ থাকায় বেচাকেনা হবে কম। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

৬ মে নিউমার্কেট ব্যবসায়ী সমিতি ও নিউমার্কেট দোকান মালিক সমিতি দোকান খোলার বিষয় নিয়ে ভার্চুয়াল মিটিং করেন। ১০ মে দোকান খোলার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি মিটিংয়ে। সমিতি খোলার বিষয়টি এখনো পর্যবেক্ষণে রেখেছে। করোনা ভাইরাসে আক্রানে্তর হার বাড়তে থাকলে তবে দোকান মোটেই খোলা হবে না। এজন্য ৯ মে রাত পর্যন্ত অপেক্ষা করবে। এসব বিষয় সমাধান না হলে নিউমার্কেট বন্ধই থাকবে।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন