শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আদা নিয়ে কারসাজি করায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা

আদা নিয়ে কারসাজি করে বেশি দামে বিক্রি করার অপরাধে আজ সোমবার রাজধানীতে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মোবাইল টিম। অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল জব্বার মণ্ডল।

রাজধানীর শ্যামবাজারের পেঁয়াজ, আদা, রসুনের পাইকারি আড়তে তদারকি করা হয়। এ সময় আদার মূল্য কারসাজির মাধ্যমে প্রতারণা করার অপরাধে পদ্মা বাণিজ্যালয়কে ১০ হাজার টাকা, অজয় ট্রেডার্সকে ২০ হাজার টাকা এবং মিতু বাণিজ্যালয়কে ২৫ হাজার টাকাসহ তিন প্রতিষ্ঠানকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা।

কারণ ছাড়াই প্রায় দুই সপ্তাহ ধরে আদার দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। সরকারের বিপনন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের ( টিসিবি) হিসেবে আজ খুচরাবাজারে প্রতি কেজি আদা বিক্রি হয় ৩০০ থেকে ৩৫০ টাকায়। অথচ এক কেজি আদার আমদানিমূল্য ১০০ টাকার বেশি নয়।

আননন্দবাজার/রনি

আরও পড়ুনঃ  নিখোঁজের একদিন পর ধানক্ষেতে মিলল শিশুর লাশ

সংবাদটি শেয়ার করুন