শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

নীলফামারীতে খাবারের দাবীতে সড়ক অবরোধ

নীলফামারী সদর উপজেলার কুন্দুপুকুর আর চড়াইখোলা ইউনিয়নের নিম্নআয়ের শ্রমজীবি ঘরবন্দী হাজারো মানুষ খাবারের দাবীতে অবরোধ করেছে ।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে নীলফামারী-সৈয়দপুর সড়কের দারোয়ানী টেক্সটাইল মিল এলাকায় তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় সড়কের দুই পার্শ্বে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রী বহনকারী যানবাহনসহ র‌্যাবের ১টি গাড়ি আটকা পড়ে।

প্রায় ১ ঘন্টা পর নীলফামারী সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি বেলায়েত হোসেন সেখানে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ মানুষকে ত্রাণ দেয়ার আশ্বাস দেয়ার পরে তারা অবরোধ তুলে নেয়।

এ বিষয়ে চড়াইখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন বসুনিয়া বলেন, আমরা সরকারীভাবে যে ত্রান পেয়েছি তা সঠিক নিম্নআয়ের শ্রমজীবি ঘরবন্দী মানুষদেরকে দিয়েছি পর্যায়ক্রমে সবাই পাবে হতাশ হওয়ার কিছুই নাই। কুন্দুপুকুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান শাহাজাহান চেীধুরীকে মুঠোফেনে কথা বলার চেস্টা করলে কল রিসিভ হয়নি।

আনন্দবাজার/এফআইবি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  বর্জ্য বিদ্যুৎ উৎপাদনে ধোঁয়াশা

সংবাদটি শেয়ার করুন