শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বরিশালে আইসোলেশনের জন্য প্রস্তুত ‘সুরভী-৮’

করোনা রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে বরিশাল-ঢাকা রুটের যাত্রীবাহী লঞ্চ সুরভী-৮। এটি ভাসমান আইসোলেশন ইউনিট হিসেবে ব্যবহার করা হবে। শুক্রবার রাতে বরিশাল নদী বন্দরের টার্মিনালে ‘ভাসমান আইসোলেশন ইউনিট’ হিসেবে এর উদ্বোধন করা হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সহযোগিতায় ও বরিশাল জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এই ভাসমান আইসোলেশন ইউনিট প্রস্তুত করা হয়। এই লঞ্চটিতে ৪২টি সিংগেল, ৩৪টি ডাবল, চারটি ফ্যামিলি, দুইটি সেমি ভিআইপি ও চারটি ভিআইপি কেবিন রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) প্রশান্ত কুমার দাস, বরিশাল নদী বন্দর কর্মকর্তা ও বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক (ভারপ্রাপ্ত) আজমল হুদা মিঠু সরকার এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার এস এম রবিন শীল।

আনন্দবাজার/শহক

আরও পড়ুনঃ  শাড়ি কিনে আনায় অভিমানে স্ত্রীর আত্মহত্যা

সংবাদটি শেয়ার করুন