রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ব্যাংকক থেকে দেশে ফিরেছে এক মরদেহসহ ৪৯ জন

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আটকে পড়া ৪৮ জন যাত্রী এবং এক মরদেহ নিয়ে দেশে ফিরেছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট। মরদেহটি কালের কণ্ঠের প্রতিবেদক শফিক শাফির বাবা হারুন অর রশিদ-এর। ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-২১৪ ফ্লাইটটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে শুক্রবার বিকেল ৪টা ২০ মিনিটে।

গত ২৫ মার্চ শফিক শাফির বাবা ব্যাংককের থাকসিন হাসাপতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। এরপর থেকে হাসপাতালটির হিমঘরে রাখা হয় মরদেহ। কারণ করোনা ভাইরাসের জন্য বাংলাদেশ থেকে যাত্রীবাহী ফ্লাইট বন্ধ রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অনুমোদন নিয়ে ফ্লাইটটি ঢাকায় আসার অনুমতি পায়।

বর্তমানে প্রতি শনিবার একমাত্র ইউএস-বাংলা এয়ারলাইনস একটি ঢাকা-গুয়াংজু রুটে ফ্লাইট পরিচালনা করছে। তাছাড়া দূর্যোগকালীন সময়ে ইউএস-বাংলা এয়ারলাইন্সকে প্যাসেঞ্জার ফ্লাইট পরিচালনা ছাড়াও কার্গো ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে বেবিচক।

আনন্দবাজার/এস.কে

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  এ বছর বাংলা নববর্ষের অনুষ্ঠান বন্ধ : প্রধানমন্ত্রী

সংবাদটি শেয়ার করুন