ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নোয়াখালীতে তরুণদের উদ্যোগে খাদ্যদ্রব্য বিতরণ

সম্মিলিত সামাজিক সংগঠন নোয়াখালী জেলার উদ্যোগে গত ১মাস যাবৎ বিভিন্ন সামাজিক জনসচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাচ্ছে একদল তরুণ।

করোনা রোধে সংগঠনটির পক্ষ থেকে প্রায় ১০০ টির বেশি স্থানে জীবাণুনাশক স্প্রে করা, ৪০০ এর বেশি মসজিদ মন্দির, বাজার, জনসমাগম জায়গা গুলোতে সচেতনতার লক্ষে ফেস্টুন, হ্যান্ডবিল, সাবান, মাস্ক ও হ্যান্ডগ্লাভস বিতরণ করা হয়।

এদিকে, সংগঠনটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী নোয়াখালীর ৩০০ অসহায় হতদরিদ্র পরিবারের ঘরে ঘরে খাদ্যদ্রব্য পৌঁছে দিয়েছে সংগঠনটির স্বেচ্ছাসেবকরা।

সংগঠনের প্রধান সমন্বয়ক তুহিন ফারাবী জানান, করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত আমাদের কার্যক্রম চলমান থাকবে। তিনি আরও জানান, পুরো রমজান মাস জুড়ে অসহায় মানুষের পাশে থাকবেন বলে জানিয়েছেন।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন