রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

ময়মনসিংহে ‘সেল্ফ লকডাউন’ ঘোষণা

ময়মনসিংহ বিভাগের শেরপুর ও জামালপুরে করোনা রোগী সনাক্ত হওয়ায় ও করোনা প্রতিরোধে ব্যক্তি নিরাপত্তা এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ময়মনসিংহে ‘সেলফ লকডাউন’ ঘোষণা করেছে প্রশাসন।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় সিদ্ধান্ত অনুযায়ী জেলার প্রতিটি পাড়া-মহল্লায় ও গ্রামে-গ্রামে নিজেরাই সতর্ক হয়ে ঘরে অবস্থান করবেন। তাছড়া অন্যকে ঘরে থাকতে আহবান জানাবেন এবং মসজিদ থেকে মাইকিং করে ‘সেল্ফ লকডাউন’ ঘোষণা করবেন। এক্ষেত্রে সেনাবাহিনীর সহায়তায় জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কঠোরভাবে নজরদারি করবে বলে জানানো হয়।

এছাড়া সভায় আরও সিদ্ধান্ত নেয়া হয়, প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আইন প্রয়োগ করে মানুষকে ঘরমুখো করা হবে। বিশেষ প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে এলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। সভার সিদ্ধান্ত কার্যকর করতে বিকেল থেকেই সেনাবাহিনী ও পুলিশের টহল জোরদার করা হয়েছে। ডিবি পুলিশের বিশেষ টিম নগরীজুড়ে টহল অব্যাহত রেখেছে।

আনন্দবাজার/শহক

 

 

 

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  সাকরাইন উৎসবে মেতে উঠেছে পুরান ঢাকা

সংবাদটি শেয়ার করুন