ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কবরস্থান জিয়ারত বন্ধ করার অনুরোধ ডিএনসিসির

করোনাভাইরাস প্রতিরোধে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) এলাকার কবরস্থানগুলোতে জিয়ারত, মোনাজাত, জনসমাগম বন্ধ করতে বলা হয়েছে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে জনসাধারণকে রক্ষা করার উদ্দেশে এবং সামাজিক দূরত্ব নিশ্চিতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কবরস্থানগুলোতে জিয়ারত, দোয়া, মোনাজাত ইত্যাদি সাময়িকভাবে বন্ধ রয়েছে। তাই ডিএনসিসির কবরস্থানসমূহে জিয়ারত থেকে বিরত থাকার অনুরোধ করা হচ্ছে।

ডিএনসিসির আওতাধীন ঢাকা উত্তর সিটিতে মোট ৬টি কবরস্থান রয়েছে। এগুলো হলো-উত্তরা ৪নং সেক্টর কবরস্থান, উত্তরা ১২নং সেক্টর কবরস্থান, বনানী কবরস্থান, খিলগাঁও তালতলা কবরস্থান, মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান ও রায়ের বাজার বধ্যভূমির স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থান।

উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়াদের মৃতদেহ খিলগাঁও তালতলা কবস্থানে দাফন করা হচ্ছে।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন